গাজীপুরের কালিয়াকৈরে রাখালিয়াচালা এলাকায় স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে মারপিট,স্বামী আটক ! 239 0
গাজীপুরের কালিয়াকৈরে রাখালিয়াচালা এলাকায় স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে মারপিট,স্বামী আটক !
আলমগীর কবীর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী লাভলী (২৬) কে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করার অভিযোগে স্বামী মোক্তার মিয়াকে আটক করেছে কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ি পুলিশ।মোক্তার মিয়া মাদকাসক্ত বলে জানায় এলাকাবাসী ও থানা পুলিশ।
সোমবার (২৮ ডিসেম্বর)২০২২০ইং দুপুরে কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে।আটক স্বামীর নাম মোকতার হোসেন (৩৭)।তিনি উপজেলার রাখালিয়াচালা এলাকার মৃত মধু মিয়ার ছেলে।
কালিয়াকৈর থানার অধীন মৌচাক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফায়েল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান,পারিবারিক বিভিন্ন বিষয়ে স্ত্রী লাভলী আক্তারের সঙ্গে মাদকাসক্ত স্বামী মোক্তার মিয়ার দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল।সোমবার দুপুরে তাদের মধ্যে ঝগড়া হলে মোকতার মিয়া স্ত্রীকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন।তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় লাভলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার জন্য বলেন ।এ ঘটনায় অভিযুক্ত মোকতার মিয়াকে আটক করা হয়েছে, এ তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর থানার মৌচাক ফাঁড়ির পুলিশ ।